বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিচে পদের বিবরণ তুলে ধরা হলো—
প্রথমেই রয়েছে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদ, যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য ২৮০টি আসন রয়েছে। আবেদনকারীদের ন্যূনতম এসএসসি (বিজ্ঞান বিভাগ) পাস এবং জিপিএ ৩.৫০ থাকতে হবে। শারীরিক উচ্চতা হতে হবে ১৬৭.৫ সেমি।
রেগুলেটিং পদে নিয়োগ দেওয়া হবে ১২ জন পুরুষ ও ৮ জন মহিলা নাবিক। ন্যূনতম এসএসসি (বিজ্ঞান বিভাগ) ও জিপিএ ৩.০০ আবশ্যক। পুরুষ প্রার্থীর উচ্চতা ১৭২.৫ সেমি এবং মহিলাদের জন্য ১৬০.০২ সেমি নির্ধারিত।
রাইটার পদে নিয়োগ হবে ১৮ জন পুরুষ ও ৪ জন মহিলা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি (বিজ্ঞান) এবং জিপিএ ৩.০০। পুরুষদের উচ্চতা ১৬২.৫ সেমি এবং মহিলাদের ১৫৭.৪৮ সেমি হতে হবে।
স্টোর পদের জন্য ১৪ জন পুরুষ ও ৪ জন মহিলা নিয়োগ দেওয়া হবে। শর্ত রাইটারের মতোই।
মিউজিশিয়ান পদে ৮ জন পুরুষ নেওয়া হবে। এখানে এসএসসি (বিজ্ঞান) ও জিপিএ ৩.০০ শর্ত হিসেবে রাখা হয়েছে।
মেডিকেল শাখায় নিয়োগ দেওয়া হবে ১০ জন পুরুষ ও ৬ জন মহিলাকে। জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) পাস এবং ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
কুক পদে নিয়োগ হবে ২৫ জন পুরুষ। এসএসসি/সমমান (ন্যূনতম জিপিএ ২.৫০) প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
স্টুয়ার্ড পদে ১০ জন পুরুষ ও ৮ জন মহিলাকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা কুক পদের মতোই।
টোপাস পদে ১৫ জন পুরুষ নেওয়া হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এমওডিসি (নৌ) পদে ৮ জন পুরুষকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি/সমমান এবং জিপিএ ৩.০০ থাকা বাধ্যতামূলক।
সব পদের জন্য সাঁতার জানা, অবিবাহিত থাকা এবং শারীরিক যোগ্যতা পূরণ করা আবশ্যক। চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দিতে হবে। বয়সসীমা ১ জানুয়ারি ২০২৬ তারিখে নাবিকদের জন্য ১৭-২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭-২২ বছর।
বেতন-ভাতা সশস্ত্র বাহিনীর বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করতে হবে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি ৩০০ টাকা (বিকাশ, নগদ, রকেট, TAP বা Ok Wallet)। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৫।