চিত্রনায়িকা অপু বিশ্বাস আজ শনিবার (১১ অক্টোবর) উদ্যাপন করছেন তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে সবচেয়ে প্রিয় মানুষ, একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর সঙ্গেই জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন ভিডিও প্রকাশ করেন অপু, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, মা ও ছেলে দুজনেই সাদা পোশাকে সাজে মিল রেখে উপস্থিত হয়েছেন। সোফার টেবিলে রাখা ছিল একটি বেগুনি রঙের জন্মদিনের কেক। ছোট্ট জয় মিষ্টি কণ্ঠে মাকে বলে ওঠে, “মম, হ্যাপি বার্থডে!” — ছেলের মুখে এই কথাগুলো শুনে অপুর মুখে ফুটে ওঠে অগাধ ভালোবাসার হাসি। এরপর মোমবাতি ফুঁ দেওয়া, কেক কাটা এবং মা-ছেলের খুনসুটির দৃশ্য নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।
ভিডিওর কমেন্টবক্সে ভক্তরা ভালোবাসা, শুভেচ্ছা ও আবেগঘন বার্তায় ভরিয়ে দেন তাদের প্রিয় অভিনেত্রীকে। অনেকেই লেখেন, অপু ও জয়ের এই মধুর সম্পর্ক মায়ের ভালোবাসার এক অনন্য উদাহরণ।
অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। পারিবারিক নাম অবন্তী বিশ্বাস, তবে চলচ্চিত্র জগতে তিনি পরিচিত অপু বিশ্বাস নামেই। ঢালিউডে কাজ করতে গিয়ে মেগাস্টার শাকিব খান-এর সঙ্গে গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। পরে ২০১৭ সালে তিনি বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন, যদিও এক বছর পর ২০১৮ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে।
আজকের জন্মদিনে মা হিসেবে অপুর পাশে আছে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি—ছেলে জয়, যার হাসি আর স্নেহে ভরে উঠেছে অপুর বিশেষ দিনটি।