উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি)। ম্যাচের শুরুতেই, মাত্র ৪ মিনিটে, উসমান দেম্বেলের একমাত্র গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। এমিরেটস স্টেডিয়ামে দর্শকরা তখনো পুরোপুরি বসে না পড়তেই আসে এই গোল।
গোলটি আসে জর্জিয়ান উইঙ্গার কাভারৎস্খেলিয়ার বক্সে বাড়ানো একটি নিখুঁত পাস থেকে। দেম্বেলে কোনো সময় নষ্ট না করে এক স্পর্শে বাঁ পায়ের শটে বলটি প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁক গলে জালে জড়িয়ে দেন।
প্রথমার্ধে একতরফা দাপট দেখায় সফরকারী পিএসজি। আর্সেনাল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যাচের শেষ ১০-১৫ মিনিটে, তবে কার্যকরী আক্রমণ গড়ে তুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিক দল সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। ৪৭তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি-কিকে হেড করে বল জালে পাঠান মিকেল মেরিনো। কিন্তু ভিএআর রিভিউর পর রেফারি গোলটি অফসাইড বলে বাতিল করেন, কারণ মেরিনো নিজেই অফসাইড পজিশনে ছিলেন।
বাকি সময়টায় কোনো বড়সড় আক্রমণ না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল পিএসজি।