ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এখন আর কঠিন নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ভাষা শিক্ষাকে করেছে সহজ, কার্যকর ও আকর্ষণীয়। কথোপকথনের অনুশীলন, ব্যাকরণ সংশোধন, শব্দভান্ডার সমৃদ্ধকরণ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে এটি ইংরেজি শেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলছে। যারা ইংরেজিতে মোটামুটি পারদর্শী এবং আরও দক্ষ হতে চান, তাদের জন্য চ্যাটজিপিটি হতে পারে এক অসাধারণ সহযোগী।
কথোপকথনের অনুশীলন
ইংরেজি শেখার প্রথম ধাপ হিসেবে চ্যাটজিপিটির মাধ্যমে সহজ ও বাস্তবভিত্তিক কথোপকথনের অনুশীলন করা যায়। আপনি চাইলে নির্দিষ্ট পরিস্থিতির ওপর ভিত্তি করে সংলাপ তৈরি করতে বলেতে পারেন, যেমন:
“Can you write a chat between two people at an airport?”
এভাবে বিভিন্ন বাস্তব পরিস্থিতির অনুরূপ সংলাপ অনুশীলন করে ব্যবহারিক ইংরেজি শেখা যায়। এছাড়া চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি সংলাপ করে আপনার লেখার ব্যাকরণ, বাক্য গঠন বা শব্দ ব্যবহারে ভুল হলে তা ঠিক করে দিতে বলুন। ধাপে ধাপে এই পদ্ধতি আপনার ইংরেজি লেখার দক্ষতা উন্নত করবে।
শব্দভান্ডার (Vocabulary) সমৃদ্ধকরণ
ইংরেজিতে সাবলীল হতে চাইলে সমৃদ্ধ শব্দভান্ডার থাকা আবশ্যক। চ্যাটজিপিটির সাহায্যে আপনি শুধু শব্দের অর্থই নয়, বরং সেসব শব্দ কোন প্রসঙ্গে ব্যবহৃত হয় তাও শিখতে পারবেন। চাইলে IELTS বা TOEFL-এর মতো পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী শব্দের তালিকা তৈরির নির্দেশ দিতে পারেন। এতে লক্ষ্যভিত্তিক শব্দ শেখা আরও ফলপ্রসূ হয়।
শব্দ শেখাকে আরও মজার ও কার্যকর করতে চ্যাটজিপিটি দিয়ে খেলার মাধ্যমেও চর্চা করা যায়:
Word Association Game: একটি শব্দ দিয়ে শুরু করুন, তারপর চ্যাটজিপিটিকে সম্পর্কিত আরেকটি শব্দ দিতে বলুন। এরপর আপনি পরবর্তী শব্দ বলুন।
Word Scramble: চ্যাটজিপিটিকে বলুন একটি শব্দের অক্ষর এলোমেলো করতে, আর আপনি সেগুলো গুছিয়ে আসল শব্দটি বের করুন।
Fill in the blanks: চ্যাটজিপিটিকে বলুন কিছু বাক্য তৈরি করতে, যেখানে কিছু শব্দ ফাঁকা থাকবে। নিজে চেষ্টা করুন সেগুলো পূরণ করতে।
ব্যাকরণ শেখা
চ্যাটজিপিটি ব্যাকরণ শেখার জন্য একটি চমৎকার সহায়ক। আপনি চাইলে নির্দিষ্ট করে বলতে পারেন:
“Present perfect tense দিয়ে ব্যাখ্যা ও বাক্য দাও।”
এভাবে Parts of Speech, Verb Forms, Punctuation ইত্যাদি বিষয়েও উদাহরণসহ ব্যাখ্যা পাওয়া যায়। এটি নিজে নিজে শেখার কার্যকর উপায়।
চ্যাটজিপিটি ব্যক্তিগত গ্রামার চেকার হিসেবেও কাজ করে। আপনি একটি লেখা দিয়ে বলতে পারেন, ব্যাকরণগত ভুল কোথায় হয়েছে এবং কীভাবে তা সংশোধন করা যায়। চাইলে একই ব্যাখ্যা সহজ বা জটিল করে আবার দিতে বললে সেটিও করে দিতে সক্ষম।
ইংরেজি বলার দক্ষতা বাড়ানো
ইংরেজিতে কথা বলতে অনেকে সংকোচবোধ করেন বা অনুশীলনের উপযুক্ত পরিবেশ খুঁজে পান না। এই সমস্যার সমাধান দিচ্ছে চ্যাটজিপিটির ভয়েস মোড। এখন চ্যাটজিপিটির মোবাইল অ্যাপে ‘হেডফোন’ আইকনে ক্লিক করে ভয়েস মোড চালু করে সরাসরি ইংরেজিতে কথা বলা যায়। এটি বাস্তব কথোপকথনের মতোই কাজ করে, যেখানে আপনি যা বলবেন, চ্যাটজিপিটি তৎক্ষণাৎ উত্তর দেবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই প্রক্রিয়াটি ইংরেজি বলার দক্ষতা অনেক উন্নত করতে পারে।