বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন থেকে সরাসরি স্পটিফাই, বুকিং ডটকমসহ একাধিক জনপ্রিয় অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দেয় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভেতর থেকেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুক করা, এমনকি রিয়েল এস্টেট খোঁজার মতো কাজ করতে পারবেন।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন টুল উন্মোচন করেন। তিনি জানান, নতুন অ্যাপ এসডিকে (App SDK) চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে, যা ব্যবহারকারীদের জন্য আরও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা তৈরি করবে।
প্রাথমিকভাবে বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো—এই সাতটি অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে ইন্টিগ্রেশন শুরু করেছে। বছরের শেষ নাগাদ উবার, অলট্রেইলস এবং ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
তবে ইউরোপে এখনই এই ফিচার চালু করা যাবে না, কারণ সেখানে এআই ব্যবহারের নীতিমালা তুলনামূলকভাবে কঠোর।
এই নতুন ইন্টিগ্রেশন ফিচারের ফলে চ্যাটজিপিটি আরও শক্তিশালী ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে। এখন ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই ম্যাপ, প্লেলিস্ট বা অন্যান্য অ্যাপ-ভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী যদি বলেন—“স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লেলিস্ট বানাও”—তাহলে স্পটিফাই সরাসরি চ্যাটের মধ্যেই সাড়া দেবে।
ওপেনএআই জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন ফিচার চালুর ফলে এটি আরও পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী (Digital Assistant) হিসেবে কাজ করবে।