বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে এক গর্বের অর্জন যোগ হয়েছে— অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড পেয়েছে ‘গ্লোবাল ইকোনমিক অ্যাওয়ার্ড ২০২৫’। প্রতিষ্ঠানটি ‘সবচেয়ে উদ্ভাবনী নাগরিককেন্দ্রিক ই-সেবা প্রতিষ্ঠান (Most Innovative Citizen-Centric e-Governance Solutions Provider)’ ক্যাটাগরিতে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
প্রতি বছর গ্লোবাল ইকোনমিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিশ্বব্যাপী ব্যবসায়িক উৎকর্ষতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে। এ বছর বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠান।
অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড দীর্ঘদিন ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং করপোরেট আইটি সল্যুশন খাতে সুনামের সঙ্গে কাজ করছে। নাগরিককেন্দ্রিক ই-গভর্নেন্স সেবায় প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— মাইগভ প্ল্যাটফর্ম, বিএসটিআই-এর ই-আবেদন ব্যবস্থা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ডিজিটাল ব্যবস্থাপনা ব্যবস্থা এবং ই-এপসটাইল সেবা। দেশের সীমানা ছাড়িয়ে প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক পর্যায়েও কাজ করছে— বর্তমানে তারা গাম্বিয়া সরকারের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ব্যবসা নিবন্ধন ও জন্ম নিবন্ধন প্রকল্প এবং ফিলিপাইন সরকারের অধীনে তিনটি আইটি প্রকল্প পরিচালনা করছে।
অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবির জুয়েল বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের টিমের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও কাজের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ এখন গ্লোবাল প্রযুক্তি অঙ্গনে উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করছে।”
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ অর্জন বাংলাদেশের আইটি খাতের সক্ষমতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে। উল্লেখ্য, এর আগে প্রতিষ্ঠানটি জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার ২০১৯ এবং বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে।