গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্যবহারকারীদের জন্য এক ভয়াবহ ‘রেড অ্যালার্ট’ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যারা ডেস্কটপে এই ব্রাউজারগুলো ব্যবহার করেন, তাদের এখনই সতর্ক হওয়া জরুরি। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান Koï Security জানিয়েছে, গোপনে এক্সটেনশন হ্যাক করে ব্যবহারকারীদের ব্রাউজিং ডেটা চুরি করছে সাইবার অপরাধীরা।
গবেষণা বলছে, এখন পর্যন্ত গুগল ক্রোম এবং এজ মিলিয়ে প্রায় ২৩ লাখ ব্যবহারকারী এই সাইবার হামলার শিকার হয়েছেন। আক্রান্ত এক্সটেনশনগুলো প্রথমে নিরীহ মনে হলেও, আসলে এগুলোতে ম্যালওয়্যার লুকানো রয়েছে। অনেক এক্সটেনশন বিনোদনমূলক, ইউটিলিটি টুল বা ভিপিএন সেবার ছদ্মবেশে থাকায় ব্যবহারকারীরা বুঝতেই পারছেন না তারা বিপদে রয়েছেন।
এই আক্রমণের নাম দেওয়া হয়েছে ‘Redirection’। এর মধ্যে গোপনভাবে ইউজারের ব্রাউজিং নজরদারি, পাসওয়ার্ড চুরি, ও গোপন তথ্য পাচার করা হচ্ছে। গুগল ইতিমধ্যে কিছু এক্সটেনশন সরিয়ে ফেলেছে, কিন্তু যারা আগে থেকে সেগুলো ইনস্টল করেছেন, তাদের নিজ হাতে তা অবশ্যই ডিলিট করতে হবে।
আক্রান্ত কিছু এক্সটেনশনের তালিকা:
Unlock Discord
Dark Theme
Volume Max
Unblock TikTok
Unlock YouTube VPN
Color Picker
Weather
YouTube Unblocker
SearchGPT
Header Value
Emoji Keyboard
Flash Player
Web Sound Equalizer
কী কী সতর্কতা নিতে হবে:
ব্রাউজিং হিস্টোরি (Browsing history) মুছে ফেলুন
সন্দেহজনক ও ক্ষতিকর এক্সটেনশন ডিলিট করুন
কোনো এক্সটেনশনে আপনি যদি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, তা তাৎক্ষণিক পরিবর্তন করুন
এক্সটেনশন ডিলিট করার পদ্ধতি:
ব্রাউজারের Menu-তে যান
More tools বা আরও টুলস-এ ক্লিক করুন
Extensions বা এক্সটেনশনস-এ প্রবেশ করুন
যেটি মুছতে চান সেটি খুঁজে নিয়ে Remove বা Uninstall বেছে নিন
সবশেষে ব্রাউজারটি রিস্টার্ট করুন
ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সচেতন থাকুন, নিয়মিত এক্সটেনশন পর্যবেক্ষণ করুন এবং অপরিচিত সফটওয়্যার ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।