কাপড় কিনতে বাইরে যেতে অনীহা? আর চিন্তা নেই! ঘরে বসেই পোশাক ট্রায়াল দিয়ে কেনার ব্যবস্থা করে দিলো গুগল। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা নিজেদের ছবির মাধ্যমে ভার্চুয়ালি দেখতে পারবেন, নির্দিষ্ট কোনো পোশাক তাদের গায়ে কেমন লাগবে।
‘ভার্চুয়াল ট্রাই-অন’ নামে এই নতুন সুবিধাটি চালু হয়েছে প্রায় দুই মাসের পরীক্ষামূলক পর্ব শেষে। আগের ভার্সনে মডেলদের গায়ে পোশাক কেমন দেখায় তা দেখা গেলেও এবার ব্যবহারকারীরাই সরাসরি নিজের শরীরের ছবিতে পোশাক পরে দেখতে পারবেন।
ব্যবহার পদ্ধতিও সহজ। গুগলে গিয়ে যেকোনো পোশাকের প্রোডাক্ট পেজে গেলে ‘Try It On’ অপশনটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে নিজের শরীরের ছবি আপলোড করলেই পোশাকটি তার গায়ে কেমন লাগবে তা ভার্চুয়ালি দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সেই লুক সংরক্ষণ বা বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন।
এখনো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে গুগল সার্চ, গুগল শপিং এবং গুগল ইমেজের মাধ্যমে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। তবে ভবিষ্যতে এটি আরও দেশ ও প্ল্যাটফর্মে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোরই অংশ। গত মাসেই তারা ‘ডপল’ নামের একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে, যা ব্যবহারকারীর ছবি বা ভিডিওতে বিভিন্ন পোশাকের লুক দেখাতে পারে। ‘ডপল’ এবং ‘ভার্চুয়াল ট্রাই-অন’—দুই ফিচারই একই AI প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। তবে ‘ডপল’ ব্যবহারকারীর স্টাইল পছন্দ আরও গভীরভাবে বিশ্লেষণ করতে সক্ষম।
এছাড়া গুগল তাদের ‘প্রাইস অ্যালার্ট’ ফিচার হালনাগাদ করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট পণ্যের পছন্দের সাইজ, রঙ ও মূল্যের জন্য অ্যালার্ট সেট করতে পারবেন।
সবশেষে, গুগল তাদের AI নির্ভর ‘ভিশন ম্যাচ’ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ছবি বিশ্লেষণ করে শপিং গ্রাফে থাকা প্রায় ৫০ বিলিয়ন পণ্যের মধ্যে মিল খুঁজে পণ্য সাজেস্ট করার সুবিধাও দিচ্ছে।
গুগলের এই নতুন প্রযুক্তিগুলো অনলাইন শপিংকে আরও ব্যক্তিকেন্দ্রিক, বাস্তবমুখী এবং বুদ্ধিমত্তাপূর্ণ করে তুলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।