বলিউডের সুপারস্টার হৃতিক রোশন এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এবার একসঙ্গে হাজির হচ্ছেন বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর নতুন গানের মাধ্যমে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘জানাবে আলি’ গানের ৩৫ সেকেন্ডের টিজার প্রকাশের পরই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
টিজারে দেখা গেছে, হৃতিক ও জুনিয়র এনটিআর দুজনেই নিজেদের সেরা নাচের দক্ষতা দেখিয়ে পরস্পরের বিপক্ষে এক প্রাণপণ নাচের লড়াইয়ে নেমেছেন। তাদের পারফরম্যান্সে স্পষ্ট—একজনও অন্যজনকে ছাড় দিতে রাজি নন। ফলে এই নাচের দ্বৈরথ ‘ওয়ার ২’-এর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে ভক্তরা আগাম ধারণা করছেন।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম, যিনি বরাবরের মতোই তার সঙ্গীতে এনেছেন জাদুকরী আবহ। কণ্ঠ দিয়েছেন সাচেত তন্দন এবং সাজার ভাট, যা গানের মাধুর্য আরও বাড়িয়ে তুলেছে। গানের কথা লিখেছেন খ্যাতনামা গীতিকার অমিতাভ ভট্টাচার্য। নাচের কোরিওগ্রাফি করেছেন বিশিষ্ট কোরিওগ্রাফার বোস্কো মার্টিস।
প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটির পুরো ভিডিও সিনেমা হলে বড় পর্দায় মুক্তি পাবে। তাই এর আসল রঙ ও উত্তেজনা উপভোগ করতে হলে দর্শকদের অবশ্যই হলে গিয়ে দেখতে হবে।
‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের পর বহু দর্শক জানিয়েছেন, হৃতিক ও জুনিয়র এনটিআরের নাচের দ্বৈরথ হবে এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা, যা ছবিটিকে বাড়তি জোর দেবে।
সব মিলিয়ে, ‘ওয়ার ২’ শুধু অ্যাকশন ও থ্রিলারের জন্য নয়, বরং গান ও নাচের জন্যও দর্শকদের জন্য এক বিশাল বিনোদনের উৎস হতে যাচ্ছে।