গুগল ক্রোম ব্রাউজারে ভয়ংকর এক নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে, যা সাইবার অপরাধীদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি করতে পারে। ‘জিরো ডে’ ঘরানার এই ত্রুটিটি ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীদের অজান্তে তাদের কম্পিউটারে কোড সংযোজন করে নজরদারি চালাতে পারে।
গুগল জানিয়েছে, ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ নামের এই ত্রুটিটি তাদের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ ২৫ জুন শনাক্ত করেছে। এটি উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুগল বর্তমানে এই ত্রুটির সমাধানে কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই একটি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হবে।
এই ত্রুটি মূলত ম্যালওয়্যার ছড়িয়ে ব্যবহারকারীর কম্পিউটারে নতুন কোড সংযুক্ত করার সুযোগ দেয়। এর মাধ্যমে দূর থেকে কম্পিউটারের ফাইল, ছবি এবং ব্যক্তিগত তথ্য চুরি করা সম্ভব। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে গুগল পরামর্শ দিয়েছে, যেই মুহূর্তে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত হবে, তখনই তা উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মে দ্রুত হালনাগাদ করতে হবে।
উল্লেখ্য, গুগল নিয়মিতভাবে ক্রোম ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি খুঁজে তা সমাধান করে। তবে ‘জিরো ডে’ ধরনের ত্রুটি এমন এক দুর্বলতা, যা সফটওয়্যারে আগে থেকে অজানা থাকে এবং সাইবার অপরাধীরা তা নিরাপত্তা প্যাচ আসার আগেই কাজে লাগিয়ে আক্রমণ করতে পারে। তাই এই ধরনের ত্রুটি আরও বেশি বিপজ্জনক।