কুয়েতে প্রবাসীদের জন্য বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা প্রবাসী বাংলাদেশিদের এক স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের আয়োজনে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সালমিয়ার ওল্ড সুক এলাকার মিক্স ইয়াকি জাপানিজ রেস্টুরেন্টে এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফুর রহমান মোকাই আলী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম ও সহ-সভাপতি আকবর হোসেন। আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন—কুয়েতে একটি বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা—বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, বিনিয়োগের সম্ভাবনা, আইনি দিক ও পরিচালনা কাঠামো নিয়ে মতামত প্রদান করেন।
সভায় জানানো হয়, হাসপাতাল প্রকল্পে প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার কুয়েতি দিনার, যা প্রায় ৪০ লাখ বাংলাদেশি টাকার সমান। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই হাসপাতাল শুধু স্বাস্থ্যসেবায় নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা বয়ে আনবে। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য মাতৃভাষায় সাশ্রয়ী চিকিৎসাসেবার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বৃহত্তর নোয়াখালীভিত্তিক সামাজিক সংগঠন ‘সংযোগ নোফেল’-এর আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রথমবারের মতো প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার প্রসঙ্গটি উত্থাপন করেন শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুন। তিনি বলেন, প্রবাসীদের সহযোগিতা পেলে কুয়েতে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আজীজুর রহমান, প্রকৌশলী এম আই আলম, শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বিজ্ঞানী ড. মোহাম্মদ হাফিজুর রহমান, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সালাম, কুয়েত এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলামসহ প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।