ভালোবাসার সম্পর্ক মানেই বোঝাপড়া, শ্রদ্ধা আর সুখে-দুঃখে পাশে থাকা। কিন্তু সব সম্পর্কেই যে সুখ আসে, তা নয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে, সঙ্গী আসলে স্বার্থপর। স্বার্থপর সঙ্গী শুধু নিজের সুবিধা নিয়েই ভাবে, আপনার চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয় না। সময় থাকতেই যদি বিষয়টি বুঝে নেওয়া যায়, তাহলে নিজেকে অনেক কষ্ট থেকে রক্ষা করা সম্ভব।
যেমন—আপনার মন খারাপ বা কষ্টে থাকলেও সে মন দিয়ে শুনছে না, বরং নিজের কথা বলছে কিংবা উল্টো আপনার দোষ ধরছে। মতবিরোধ হলে দিনের পর দিন কথা বন্ধ রাখে, যাতে আপনি মানসিক চাপে পড়ে তার কথাই মেনে নিতে বাধ্য হন। সে সবসময় নিজের মত চাপিয়ে দেয়, আপনার মতামতকে গুরুত্ব দেয় না। এমনকি আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করে, কে ফোন করল, কোথায় যাচ্ছেন—সবকিছুতেই সন্দেহ করে।
আরও খারাপ বিষয় হলো, আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে কটু মন্তব্য করে এবং তাদের থেকে দূরে থাকতে চাপ দেয়। আপনার প্রয়োজন বা চাহিদার গুরুত্ব না দিয়ে শুধু নিজের সুবিধা খোঁজে। ছোটখাটো বিষয়েও ব্রেকআপের ভয় দেখায়, যা আসলে মানসিক চাপ সৃষ্টির কৌশল।
প্রেম মানে কষ্ট সহ্য করা নয়; বরং নিরাপত্তা, সম্মান ও ভালোবাসা পাওয়া। যে সম্পর্ক আপনাকে দমিয়ে রাখে, আপনার অনুভূতিকে উপেক্ষা করে, সেটি কোনো সুস্থ সম্পর্ক নয়—এটি কেবল একটি আবেগের খাঁচা। তাই নিজেকে ভালোবাসুন, নিজের সম্মানকে গুরুত্ব দিন, আর প্রয়োজন হলে সাহসী সিদ্ধান্ত নিন।