দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে নানা বিতর্কে ছিলেন। সম্প্রতি হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।
৭ আগস্ট সকালে হিরো আলম একাধিক ফেসবুক পোস্টে এ অভিযোগ প্রকাশ করেন। পরে রিয়া মনি জানান, তিনি ইতোমধ্যে হিরো আলমকে তালাক দিয়েছেন। এ ঘটনার ধারাবাহিকতায় ১২ আগস্ট মঙ্গলবার হিরো আলম তার ফেসবুক অ্যাকাউন্টে নতুন এক পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, “রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না।” তিনি আরও যোগ করেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি—আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি সত্যি ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”