অভিনেতা আফরান নিশো বর্তমানে কাজাখস্তানে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন নতুন সিনেমা ‘দম’-এর পুরো টিম। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন সিনেমার পরিচালক রেদওয়ান রনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রনি তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, কাজাখস্তানের বিস্তীর্ণ পাথর আর মাটির ফাঁকা প্রান্তরে বসে সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন আফরান নিশো। কখনও করছেন রিহার্সেল, আবার কখনও পুরো টিম মিলে ঘুরে দেখছেন চারপাশের নির্জন অঞ্চল।
ছবিগুলোর ক্যাপশনে রনি লেখেন— ‘দম’-এর দম পরীক্ষা। আর এই ছবিগুলো প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। নেটিজেনদের অনেকে ধারণা করছেন, সিনেমার লোকেশন চূড়ান্ত করার জন্যই প্রযোজক, পরিচালক ও শিল্পীরা কাজাখস্তানে অবস্থান করছেন।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে উঠে আসবে এক সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প।
প্রসঙ্গত, এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানেই দৃশ্যায়ণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন সংশ্লিষ্টরা।