চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে অনলাইনে আবেদন গ্রহণ, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষে ভর্তি ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা এবার সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারবে।
এবারের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো কোটাব্যবস্থায়। বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা যুক্ত হচ্ছে। যদিও এটি শুধুমাত্র এই বছরের ভর্তি পর্যন্ত বহাল থাকতে পারে বলে আলোচনা রয়েছে। ভবিষ্যতে সব ধরনের কোটা বাতিলের কথাও ভাবা হচ্ছে।
শিক্ষার্থীদের মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে কলেজ নির্ধারণ করা হবে। প্রথম ধাপের ফল ২১ আগস্ট রাতে প্রকাশ হবে এবং নিশ্চায়নের শেষ সময় ২৫ আগস্ট রাত ৮টা। দ্বিতীয় ধাপের আবেদন ২৬-২৮ আগস্ট, ফল প্রকাশ ৩১ আগস্ট। তৃতীয় ধাপের আবেদন ৫-৮ সেপ্টেম্বর, ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর। ভর্তি কার্যক্রম চলবে ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস।
এই নীতিমালার খসড়া ২২ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত একটি সভায় চূড়ান্ত করার কথা রয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।