এক সময় শোনা গিয়েছিল, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা পা রাখছেন ভারতীয় সিনেমায়। ছবির নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’, যেখানে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা শর্মান যোশির। সিনেমাটি পরিচালনা করছেন এম. এন. রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারও যুক্ত ছিলেন এ প্রকল্পে।
তবে হঠাৎ করেই সব পরিকল্পনা বদলে যায়। প্রযোজনা দলের এক সদস্য জানান, তানজিন তিশা ভারতের ভিসা জটিলতায় পড়েছেন, যার ফলে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। এ কারণে পরিচালক নতুন অভিনেত্রী হিসেবে কলকাতার সুস্মিতাকে নিয়েছেন, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় ছিলেন।
চুক্তিবদ্ধ হলেও তানজিন তিশা এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সিনেমার ঘোষণা আসার পরও তিনি ছিলেন নীরব। একবার প্রশ্নের মুখে পড়লে তিনি শুধু বলেছিলেন, “আমাকে নিয়ে অনেক খবর হয়েছে। কতটা সত্য, কতটা নয় জানি না। এখনই কিছু বলতে চাই না। সামনে হয়তো নতুন কোনো সারপ্রাইজ থাকবে।”
এখন সেই ‘সারপ্রাইজ’ই বাস্তব রূপ নিচ্ছে। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশা এবার আসছেন দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। তাদের নতুন সিনেমার নাম ‘সোলজার’, যা পরিচালনা করছেন নবাগত পরিচালক সাকিব ফাহাদ। এটি তানজিন তিশার প্রথম বড় পর্দার কাজ। শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, আর আগামী সপ্তাহে এতে যোগ দিচ্ছেন তিশা নিজেও।
পরিকল্পনা অনুযায়ী, এই বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘সোলজার’। ভারতীয় সিনেমা না হলেও দেশের সবচেয়ে বড় তারকার সঙ্গে জুটি বেঁধে তানজিন তিশা এখন আরও বড় পদক্ষেপের পথে। ভক্তরা অপেক্ষায় আছেন তার বড় পর্দার নতুন রূপ দেখার জন্য।