রূপ ও অভিনয়ে একসময় বলিউড কাঁপানো বিউটি কুইন ঐশ্বরিয়া রাই ছিলেন সৌন্দর্য ও সাফল্যের এক অনন্য প্রতীক। মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রীর পর্দায় উপস্থিতি ছিল এক ধরনের জাদুর মতো, যা থেকে দর্শকের চোখ সরানো ছিল কঠিন। যদিও এখন তাকে আর আগের মতো সিনেমার আলোয় নিয়মিত দেখা যায় না, তবুও তার সাফল্যের গল্প থেমে যায়নি। শুরু থেকেই উপার্জিত অর্থকে বুদ্ধিদীপ্ত বিনিয়োগে রূপান্তর করে আজ তিনি দাঁড়িয়ে আছেন এক অবিশ্বাস্য আর্থিক মাইলফলকের দ্বারপ্রান্তে। তার মোট সম্পত্তি ছুঁইছুঁই করছে ১০০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮৮.৬ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বচ্চন পরিবারের পূত্রবধূ ঐশ্বরিয়া ভারতের অন্যতম ধনী অভিনেত্রী। ছবিতে শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত তিনি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন, যেখানে একটি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ১০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি উচ্চমানের দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড প্রমোট করেও তিনি ৬–৭ কোটি রুপি আয় করেন, যা তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা ধরে রাখতে সহায়তা করেছে। বর্তমানে তার মোট সম্পত্তি ৯০০ কোটি রুপিরও বেশি।
শুধু অভিনয় ও ব্র্যান্ড এনডোর্সমেন্টেই নয়, ঐশ্বরিয়া ব্যবসার দুনিয়াতেও পা রেখেছেন। বুদ্ধিমান বিনিয়োগের কারণে তিনি বলিউডের অন্যতম সফল ব্যবসায়ী নারী হিসেবে পরিচিত। বিলাসবহুল রিয়েল এস্টেটেও রয়েছে তার উল্লেখযোগ্য সম্পত্তি। বর্তমানে তিনি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিশাল বাংলোতে বসবাস করছেন, যার মূল্য ৫০ কোটি রুপির বেশি। এছাড়া তিনি দুবাইতেও একটি অভিজাত ভিলার মালিক।
বলিউডে পা রাখার সময়েই মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছিলেন ঐশ্বরিয়া রাই। বহু বছর আগে নিয়মিত অভিনয় থেকে সরে গেলেও শুরুর দিনের উপার্জনকে সঠিক বিনিয়োগের মাধ্যমে বহুগুণ বৃদ্ধি করে প্রমাণ করেছেন, আর্থিক পরিকল্পনায়ও তিনি সমান দক্ষ। ফলে খুব শিগগিরই তার মোট সম্পত্তি ১০০০ কোটি রুপির ঘরে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।