ওমানের রাজধানীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। রোববার (১৩ এপ্রিল) সিবিএস টিভি চ্যানেলের ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনার এই প্রাথমিক ধাপ সাফল্যমণ্ডিত হয়েছে।
ওমানের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ প্রশমিত করা। উভয় পক্ষই আলাদা কক্ষে অবস্থান করছিল এবং বার্তা আদান-প্রদানের কাজটি পরিচালিত হয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে।
হেগসেথ আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে চান, তবে প্রয়োজনে তা নেওয়া হবে, আর এই প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আলোচনা ফলপ্রসূ না হলে সামরিক হামলা অনিবার্য।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই পরোক্ষ আলোচনা চলে। আলোচনা শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধানরা ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অল্প সময়ের জন্য মুখোমুখি কথা বলেন, যেটিকে তিনি ‘রাজনৈতিক সৌজন্যতা’ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, আলোচনা ছিল শান্তিপূর্ণ, গঠনমূলক এবং ইতিবাচক।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংলাপ ভবিষ্যতের প্রত্যক্ষ আলোচনার ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।