এশিয়া কাপ হকির আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। ভয় ছিল ওমানকে নিয়ে, আর সেই ওমানের কাছেই সেমিফাইনালে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো লাল-সবুজদের। ফলে আগামী এশিয়া কাপে আর দেখা যাবে না বাংলাদেশের প্রতিনিধিত্ব।
শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতেই ওমান এগিয়ে যায়। তবে বাংলাদেশের দ্রুত প্রত্যাবর্তনে সোহানুর রহমান সবুজ ও আশরাফুল ইসলামের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। কিন্তু এরপর ম্যাচে ধারাবাহিক তিনটি গোল করে ওমান ফের লিড নেয় এবং ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়।
বাংলাদেশ এরপরও চেষ্টা করে ঘুরে দাঁড়াতে। ওবায়দুল ইসলাম জয় ও সোহানুর রহমান সবুজের আরও দুটি গোল ম্যাচকে রোমাঞ্চকর করে তোলে, কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান মেটাতে পারেনি বাংলাদেশ।
এই হারের মাধ্যমে ২০০৮ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশের এএইচএফ কাপের চ্যাম্পিয়ন ধারার ইতি ঘটে। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়া দল এবার সেমিফাইনালেই থেমে গেল।
অন্যদিকে, আরেক সেমিফাইনালে চাইনিজ তাইপে ৭-১ গোলে উড়িয়ে দেয় কাজাখস্তানকে। আগামী ২৭ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে ওমান ও চাইনিজ তাইপে। গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল।
ওমান এই টুর্নামেন্টে মাঠে নামার আগে পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে, এবং এর আগে আরেকটি প্রতিযোগিতায়ও অংশ নিয়েছে। যার সুফল তারা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের প্রস্তুতি ছিল সীমিত, যা দলের পারফরম্যান্সে স্পষ্ট হয়ে উঠেছে। দলের কোচ মশিউর রহমান বিপ্লবও প্রস্তুতি ঘাটতির বিষয়ে খোলাখুলি আক্ষেপ প্রকাশ করেছেন।
এ হারের মধ্য দিয়ে শুধু একটি ম্যাচ নয়, বাংলাদেশের হকি ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলনও যেন ফুটে উঠল। প্রস্তুতির ঘাটতি, ম্যাচ অনভিজ্ঞতা এবং কৌশলগত দুর্বলতা—সবমিলিয়ে এই হার শুধু একটি হারের গল্প নয়, বরং দেশের হকির জন্য একটি বড় বার্তা।