এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবার জায়গা করে নিয়ে নতুন স্বপ্নে বুক বাঁধছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই স্বপ্ন পূরণের প্রস্তুতি হিসেবেই অক্টোবরে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তহুরা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এরপর অক্টোবরে থাইল্যান্ড সফরে গিয়ে দুটি ম্যাচ খেলবে দলটি।
থাইল্যান্ড সফরের সূচি
২৫ অক্টোবর – বাংলাদেশ বনাম থাইল্যান্ড (প্রথম ম্যাচ)
২৮ অক্টোবর – বাংলাদেশ বনাম থাইল্যান্ড (দ্বিতীয় ম্যাচ)
স্থান: থাইল্যান্ড
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে। ফলে এই দুটি ম্যাচ বাংলাদেশের জন্য যেমন বড় চ্যালেঞ্জ হবে, তেমনি অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ এনে দেবে।
মাহফুজা আক্তার আরও জানান, নভেম্বর-ডিসেম্বরে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এজন্য ভিয়েতনামকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি তা সম্ভব না হয়, তবে অন্য কোনো দেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করবে বাফুফে। এছাড়া এশিয়ান কাপে যাওয়ার আগে জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ দলকে জাপানে অনুশীলনের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিউজিল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ আয়োজনেরও চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতেই জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১৪ ও ২০২২ সালের বাছাইপর্ব মিলিয়েও একটিও জয় না পাওয়া দল এবার বদলে দিয়েছে ভাগ্য।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও শক্তিশালী উজবেকিস্তান। ১২ দলের এই আসরে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই তহুরাদের সামনে খুলে যাবে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের মূলপর্বে খেলার সুবর্ণ সুযোগ।