শহরের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নতুন উদ্যোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকোভিত্তিক এই রাইড-শেয়ারিং কোম্পানি ঘোষণা করেছে, আগামী বছর থেকেই যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।
এই সেবার জন্য উবার যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি হেলিকপ্টার ও সি-প্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটিকে অধিগ্রহণ করেছে। উবার ও জোবি এক যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেবা একীভূত হলে বিশ্বের ব্যস্ততম শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকেই ফ্লাইট বুকিং সম্ভব হবে।
তবে এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি। জোবির এক মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দর থেকে বিমানবন্দরের রুটগুলোই যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে, কারণ দীর্ঘদিন ধরেই এসব রুটকে ভ্রমণকারীরা সবচেয়ে বেশি মূল্যবান হিসেবে দেখেছেন। ব্লেডের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর বা নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটের জন্য ১৯৫ ডলার ভাড়া নেওয়া হয়। শুধু গত বছরই ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।
উবারের বিশ্বাস, নতুন এই সেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক ও সুবিধাজনক করে তুলবে। এতে রাস্তার জ্যাম ও সময়ের চাপ অনেকটাই কমে যাবে, আর যাত্রীরা পাবেন ভিন্নধর্মী ভ্রমণের অভিজ্ঞতা।