ভারতের উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর আড়ালে দীর্ঘদিন ধরে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন স্বামী কেশব কুমার (২৮)। শেষ পর্যন্ত গত ২৩ আগস্ট তিনি শ্যালিকা কল্পনাকে (১৯) নিয়ে পালিয়ে যান। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় হইচই পড়ে যায়।
ঘটনার প্রতিশোধ নিতে পাল্টা পদক্ষেপ নেন কেশবের শ্যালক রবীন্দ্র। পরদিনই তিনি কেশবের ১৯ বছর বয়সী বোনকে নিয়ে পালিয়ে যান। একে অপরের বোনকে নিয়ে পালানোয় দুই পরিবারই হতবাক হয়ে পড়ে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ তদন্তে নেমে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর পালিয়ে যাওয়া দুই যুগলকে খুঁজে বের করে। এরপর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়।
পুলিশ কর্মকর্তা অরুণ কুমার শ্রীবাস্তব জানান, থানায় দুই পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সমস্যার সমাধান করেন। অবাক করা বিষয় হলো, কোনো ঝগড়াঝাঁটি হয়নি। বরং উভয় পরিবারই শেষ পর্যন্ত যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে।