ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও ববি হক এবার ধরা দিলেন একফ্রেমে। এফডিসিতে শুটিংয়ের ফাঁকে একসঙ্গে সময় কাটানোর সেই মুহূর্তগুলো ধরা পড়ে ক্যামেরায়। বুধবার (১৫ অক্টোবর) ববি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে তোলা চারটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, শাকিব পরেছেন জলপাই রঙের শার্ট আর ববি কালো টিশার্টে হাজির হয়েছেন স্বাভাবিক কিন্তু আকর্ষণীয় লুকে।
ছবিগুলোর ক্যাপশনে ববি কিছু না লিখলেও, দুটি সাদা-কালো ভালোবাসার ইমোজি ও একটি প্রজাপতি ইমোজি যুক্ত করেন— যা ভক্তদের মধ্যে কৌতূহল ও আনন্দ দুটিই বাড়িয়ে দেয়। প্রকাশের পরপরই মন্তব্যের বন্যা বয়ে যায় পোস্টে। কেউ লিখেছেন, “খুব ভালো লাগছে, একসঙ্গে মুভিতে দেখতে চাই।” আবার কেউ মন্তব্য করেছেন, “চরম অপূর্ব জুটি, রাজত্ব ছবিটা মনে পড়ে গেল।”
জানা গেছে, বর্তমানে শাকিব খান এফডিসিতে ‘সোলজার’ সিনেমার শুটিং করছেন, আর ববি কাজ করছেন ‘তছনছ’ ছবির দৃশ্যধারণে। একই সময়ে শুটিং চলায় দেখা হয় তাদের, এরপর শুটিংয়ের ফাঁকে আড্ডা ও হাস্যরসের মুহূর্ত ভাগাভাগি করেন এই দুই তারকা।
প্রসঙ্গত, আড্ডায় তারা আলোচনা করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তবে ভক্তদের আগ্রহের বিষয়— শাকিব ও ববি কি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন? সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।