চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা প্রত্যাশিত ফল পাননি, তারা তাদের ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পাবেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) থেকে এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন; কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার সময় শিক্ষার্থীদের একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট অথবা টেলিটক সিম এর মাধ্যমে।
ফল পুনর্নিরীক্ষণের ধাপসমূহ
স্টেপ–১: ওয়েবসাইটে প্রবেশ ও তথ্য প্রদান
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে: 🔗 https://rescrutiny.eduboardresults.gov.bd।
এখানে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ডের নাম নির্বাচন করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ–২: মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন
পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে। এরপর আপনার বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। যেসব বিষয়ে ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।
স্টেপ–৩: ফি প্রদান ও আবেদন নিশ্চিতকরণ
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
ফি প্রদান করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট অথবা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে। সফলভাবে ফি প্রদানের পর পোর্টালে ফিরে এসে অবশ্যই ‘জমা দিন’ (Submit) বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কতা
ফি ফেরতযোগ্য নয়: একবার ফি জমা দিলে আবেদন বাতিল বা পরিবর্তন করা যাবে না।
সময়সীমা: আবেদন গ্রহণ চলবে ১৭–২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত; নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
অতিরিক্ত বিষয় যোগ: একবার আবেদন জমা দেওয়ার পরও চাইলে অতিরিক্ত বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন যোগ করা যাবে।
ফল প্রকাশ: পুনর্নিরীক্ষণের ফল সাধারণত আবেদন শেষ হওয়ার প্রায় ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হয়।