ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের জন্য রিলস দেখার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে চালু করেছে একটি নতুন ফিচার—অটো স্ক্রল। এই সুবিধার মাধ্যমে রিলস ভিডিও একটির পর একটি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। অর্থাৎ, ব্যবহারকারীকে আর আলাদাভাবে স্ক্রল করে ভিডিও পরিবর্তন করতে হবে না।
এই সুবিধাটি আপাতত পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক আইফোন ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। কোনো একটি রিল চালু করে নিচের ডান পাশে থাকা তিনটি বিন্দুর আইকনে চাপ দিলে ‘অটো স্ক্রল’ অপশনটি দেখা যাবে। একবার এটি চালু করলে রিলসগুলো পরপর চলতে থাকবে।
এই ফিচারটি বিশেষভাবে উপকারী তাদের জন্য, যারা রান্না, হাঁটা বা অন্যান্য ব্যস্ততার মাঝে হাত না লাগিয়ে ভিডিও উপভোগ করতে চান। এতে সময় বাঁচে এবং ভিডিও দেখা আরও স্বয়ংক্রিয় হয়।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে। শুধু রিলস নয়, সাধারণ ছবি ও লেখাভিত্তিক পোস্টের ক্ষেত্রেও ‘অটো স্ক্রল’ পদ্ধতি পরীক্ষাধীন রয়েছে। এতে ব্যবহারকারীরা সহজেই প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পারবেন—কোনো ম্যানুয়াল স্ক্রল ছাড়াই।
মেটা মনে করছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ধারাবাহিক এবং সাবলীল হবে। তবে অনেকেই মনে করছেন, এটি প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে ভিডিও দেখার অভ্যাস তৈরি করতে পারে, যার ফলে সময় ও মোবাইল ডেটার অপচয় হতে পারে।
বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে রিলস বা শর্ট ভিডিও দেখার প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। টিকটক, ইউটিউব শর্টসের পর ইনস্টাগ্রামও সে দিকেই এগোচ্ছে। ফলে নতুন এই ফিচার যেমন ব্যবহার উপযোগিতা বাড়াবে, তেমনি ব্যক্তিগত সময় ব্যবস্থাপনাতেও সচেতন থাকা জরুরি হয়ে পড়বে। এ সুবিধা ব্যবহারে আপনার দৈনিক সময় ব্যয়ে কী প্রভাব পড়ছে, সেদিকেও নজর রাখা প্রয়োজন।