রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারিত হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মরক্কো। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালের টিকিট পেয়েছে মরক্কো, অন্যদিকে ২০০৭ সালের পর আবারও ফাইনালে ফিরছে আর্জেন্টিনা।
চিলির সান্তিয়াগো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের শিরোপা নির্ধারণী এই লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়।
মরক্কোর ঐতিহাসিক ফাইনাল নিশ্চিত
সেমিফাইনালে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে যায় আফ্রিকার এই উদীয়মান শক্তি। মরক্কোর গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় ফ্রান্সের আক্রমণভাগ ছিল সম্পূর্ণ হতাশ।
🇦🇷 আর্জেন্টিনার জয় ও ফাইনালে ফেরা
অন্যদিকে, কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামেন দুই দল। কলম্বিয়ার পেরেয়া ও কানচিম্বো একাধিকবার আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও, গোলরক্ষক বার্বি ছিলেন প্রাচীরসম।
প্রথমার্ধে আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি ও সারকো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তবে দ্বিতীয়ার্ধে পরিবর্তিত খেলোয়াড় সিলভেত্তি দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন। ম্যাচের ৭২তম মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে দারুণ এক টাচে বল জালে পাঠান সিলভেত্তি।
শেষ দিকে ৮০তম মিনিটে কলম্বিয়ার রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। ফলে ম্যাচের শেষ পর্যন্ত গোলশূন্য থাকায় ১৮ বছর পর ফাইনালে নাম লেখায় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল।
ফাইনাল সংক্ষিপ্ত তথ্য
🏆 টুর্নামেন্ট: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫
⚔️ ফাইনাল: আর্জেন্টিনা বনাম মরক্কো
📅 তারিখ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ (বাংলাদেশ সময়)
🕔 সময়: ভোর ৫টা
📍 স্থান: সান্তিয়াগো, চিলি