দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ কলকাতায় মুক্তির পর এবার যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে। জয়া নিজেই নিশ্চিত করেছেন, আগামী শুক্রবার ৮ আগস্ট থেকে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মিশিগান ও ফ্লোরিডাসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। এমন আন্তর্জাতিক রিলিজ টলিউডের ইতিহাসে খুব কমই দেখা গেছে। জয়া তার সামাজিক মাধ্যমে লেখেন, “টলিউডের কোনো ছবির সবচেয়ে বড় উত্তর আমেরিকা মুক্তি—‘ডিয়ার মা’ আগামী শুক্রবার ৮ আগস্ট থেকে আপনার শহরে!” ছবিটি আমেরিকায় মুক্তি দিচ্ছে বায়োস্কোপ ফিল্মস, যা এই সিনেমাটিকে টলিউডের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক রোলআউট হিসেবে চিহ্নিত করছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। কাহিনি আবর্তিত হয়েছে এক মায়ের মানসিক জটিলতা, পারিবারিক সম্পর্কের টানাপড়েন এবং দত্তক সন্তানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক আবেগময় যাত্রার উপর। জয়া জানান, “ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে, প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করলাম।” ছবির ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন, যা ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
ছবিটিতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং দক্ষিণের খ্যাতনামা অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে গল্পকে সমৃদ্ধ করেছেন। ‘ডিয়ার মা’ ২০২৫ সালের ১৮ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে এবং মুক্তির পরপরই এটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অভিনয় এবং গল্পই এর মূল আকর্ষণ।
জয়া আহসান নিজেও ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করছেন। এটি তার ভক্তদের কাছে অন্যরকম এক অভিজ্ঞতা এনে দিচ্ছে। এদিকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলছে জয়ার দুটি সিনেমা— ‘তাণ্ডব’ (পরিচালনায় রায়হান রাফী) ও ‘উৎসব’ (পরিচালনায় তানিম নূর)। এই দুটি ছবিই ঈদুল আজহায় মুক্তি পেয়েছে এবং দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। খুব শিগগিরই ‘তাণ্ডব’ বাংলাদেশ ও ভারতের দুটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে যাচ্ছে।
এছাড়া জয়া সম্প্রতি কাজ শুরু করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়, যা ২০২৩ সালের সুপারহিট ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল। চলতি বছরের ১৪ জুন কলকাতায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে জয়ার সঙ্গে অভিনয় করছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি এবং নতুনভাবে যুক্ত হওয়া ইন্দ্রাশিস রায়। এটি জয়ার টলিউড ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে।
‘ডিয়ার মা’–এর যুক্তরাষ্ট্রে মুক্তিকে ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে প্রবাসী বাংলাদেশি ও বাঙালি কমিউনিটিতে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার বাংলা কমিউনিটি সংগঠনগুলো সিনেমাটি নিয়ে বিশেষ আয়োজন করছে— কোথাও প্রিমিয়ার শো-এর আগে জয়ার অভিনয়জীবন নিয়ে ভিডিও উপস্থাপন, কোথাও আবার মিনি ফেস্টিভ্যালের মতো মিলনমেলার আয়োজন হচ্ছে। সামাজিক মাধ্যমে চলছে সিনেমাটির পোস্টার শেয়ার, টিকিট বুকিং ও রিভিউ নিয়ে সরব আলোচনা। অনেক প্রবাসী পরিবার সিনেমাটি দেখতে একসঙ্গে থিয়েটারে যাওয়ার পরিকল্পনা করেছেন। বিশেষ করে মায়ের চরিত্রে জয়ার আবেগঘন অভিনয় প্রবাসী দর্শকদের মধ্যে পারিবারিক টানাপোড়েন ও ভালোবাসার অনুরণন সৃষ্টি করেছে।
সব মিলিয়ে, ‘ডিয়ার মা’ সিনেমাটি শুধু জয়া আহসানের জন্য নয়, বরং বাংলা সিনেমার আন্তর্জাতিক প্রসারের এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর উত্তর আমেরিকায় বড় পরিসরে মুক্তি প্রমাণ করে যে, যদি গল্প ও নির্মাণের মানসিকতা বৈশ্বিক হয়, তবে বাংলা সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে জায়গা করে নিতে পারে।