সুপারস্টার শাকিব খানের ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) নিয়ে দর্শকদের মধ্যে ছিল দারুণ উন্মাদনা। দৃশ্য অনুযায়ী নিখুঁত সংগীত সংযোজন ছবিগুলোকে দিয়েছে অন্যরকম মাত্রা। এই সফল মিউজিকের কারিগর সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি।
আসন্ন রোজার ঈদ উপলক্ষে শাকিব খানের নতুন সিনেমাতেও বিজিএমের দায়িত্ব পেলেন এই গুণী মিউজিশিয়ান। মঙ্গলবার পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানার উপস্থিতিতে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে নিধির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। সিনেমাটির নাম এখনও প্রকাশ করা হয়নি।
২০১৫ সালে ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে সংগীত পরিচালনার শুরু করেছিলেন নিধি। এরপর ‘ইতি তোমারই ঢাকা’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘ইনসাফ’ ও ‘তাণ্ডব’সহ একাধিক ছবিতে সফল ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও টিভিসিতেও তার কাজ রয়েছে।
নিধি বলেন, “শাকিব খানের নতুন সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য বড় অর্জন। সিনেমার গল্প অসাধারণ। কিছু চরিত্রের জন্য আলাদা সাউন্ড থিম থাকবে। যেহেতু গল্পটি ৯০ দশকের, তাই রক মিউজিকের প্রভাব রাখছি। মিউজিক ডিজাইন শুনেই দর্শক বুঝতে পারবে এটি সময়োপযোগী।”
তিনি আরও বলেন, “গল্পটা পিরিয়ড হলেও এতে নতুনত্ব আছে। দর্শকদের কাছে এটা নতুন ও ফ্রেশ লাগবে। আমি চেষ্টা করব শাকিব ভাইকে নতুন সাউন্ডে উপস্থাপন করতে। যেহেতু হায়াত ভাই ‘লার্জার দ্যান লাইফ’ স্কেলে সিনেমা বানাচ্ছেন, আমিও তেমন কিছু দিতে চাই।”
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “নিধির মধ্যে শুধু কাজের তৃপ্তি নয়, কিছু সৃষ্টি করার ক্ষুধা আছে। তার ব্যাকগ্রাউন্ড স্কোর সবসময় আলাদা হয়। আমি আত্মবিশ্বাসী—সে আবারও সফল হবে।” তিনি আরও জানান, আগামী সপ্তাহে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হবে, যেখান থেকে সিনেমার নামও জানা যাবে।
এদিকে সিনেমাটি নিয়ে সম্প্রতি গুজব ছড়িয়েছে যে এটি নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক। তবে পরিচালক ও প্রযোজক এক লিখিত বিবৃতিতে এসব দাবি নাকচ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, “এই সিনেমাটি কোনো জীবনী নির্ভর নয়। বরং এটি ঢাকার ৯০ দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি ফিকশনাল গল্প। গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত সব ধরনের দর্শকের জন্যই তৈরি হচ্ছে।”
তারা অনুরোধ করেছেন, “আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ছাড়া অন্য কোনো সূত্রে পাওয়া তথ্য বিশ্বাস করবেন না।”