ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (International Biology Olympiad – IBO) ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। প্রায় ৮,৫০০ আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্যে থেকে বাংলাদেশের প্রতিনিধি দল তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করে গৌরবময় অবস্থান তৈরি করেছে বিশ্বমঞ্চে।
এই গর্বের অর্জন এনে দিয়েছেন —
আরিজ আনাস (সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ),
ফারাবিদ বিন ফয়সল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল),
হা-মিম রহমান (নটর ডেম কলেজ)।
এছাড়াও জাতীয় দলের অংশ ছিলেন মারজান আফরোজ (রাজউক উত্তরা মডেল কলেজ)।
দলটি নেতৃত্ব দেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সেন্ট্রাল কমিটির সভাপতি প্রফেসর রাখা হরি সরকার এবং প্রফেসর মৃত্যুঞ্জয় কুণ্ডু।
এই অর্জন শুধু শিক্ষার্থীদের প্রতিভারই প্রমাণ নয়, বরং বৈশ্বিক বিজ্ঞান অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং সম্ভাবনারও জোরালো ইঙ্গিত। তরুণ বিজ্ঞানীদের এ সাফল্য আগামী দিনে বাংলাদেশের বিজ্ঞানভিত্তিক ভবিষ্যতের ভিত আরও শক্ত করবে বলে আশা করা যায়।