কখনো কি কারও কথা মনে করে অজান্তেই মুখে হাসি ফুটেছে? কিংবা তার স্মৃতিতে ডুবে গিয়ে হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছে? হ্যাঁ, আজ সেই প্রথম প্রেমের কথা বলছি। লতা মুঙ্গেশকরের গানের মতো—“প্রেম একবারই এসেছিল নীরবে”—প্রত্যেকের জীবনেই একদিন প্রথম প্রেম এসে ধরা দেয়।
প্রথম প্রেম মানেই অন্যরকম অনুভূতি। এখানে থাকে না কোনো অপরাধবোধ, নেই স্বার্থপরতা। এটি হয় নির্মল, সতেজ, সরল। প্রথম স্পর্শ, প্রথম একসঙ্গে হাঁটা, প্রথমবার নিজের মনের কথা ভাগ করে নেওয়া—এসব অনুভূতি একেবারেই আলাদা।
আজ কেন এত প্রথম প্রেমের আলোচনা? কারণ, আজ ১৮ সেপ্টেম্বর—প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়, আর তারপর থেকে প্রতিবছরই এটি উদ্যাপিত হয়ে আসছে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটিও পালিত হয়। যদিও দিবসটির সূচনার আসল কারণ এখনও অজানা।
আজকের দিনে চাইলে সেই অজান্তে গড়ে ওঠা প্রেমের স্মৃতিগুলো আবার মনে করতে পারেন। আর যদি সৌভাগ্যবশত সেই মানুষটি এখনও আপনার জীবনে থাকেন, তবে তাকে নিয়ে ঘুরে আসুন সেই স্বপ্নময় সময়ের ভেতর দিয়ে। এতে দিনটি হয়ে উঠতে পারে আরও বিশেষ।
কবিতায় আহসান হাবীব বলেছেন—
“তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে,
তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম।”
আবার কেউ যত্ন করে প্রথম প্রেমকে বুকে আগলে রাখে, কেউবা জীবনের স্রোতে ভুলে যায়। নতুন মানুষ জায়গা করে নেয় জীবনে। তাই হয়তো বলা হয়—প্রথম প্রেম বলে কিছু নেই। হুমায়ুন আজাদ যেমন বলেছেন, “মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।”