বহু প্রতীক্ষার পর বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। এই সেবার মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন ও আধুনিক ডিজিটাল লেনদেনের একটি নতুন অধ্যায় সূচিত হলো। সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এ সেবা চালু করেছে, যেখানে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, গুগলের সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি সিটি ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি জানান, গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা নিশ্চিত করতে এই উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে।
গুগল পে চালুর ফলে এখন থেকে দেশের গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে পেমেন্ট করতে পারবেন। আর আলাদা করে কার্ড বহন করার প্রয়োজন হবে না। ফোনটি যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে ট্যাপ করলেই দেশে কিংবা বিদেশে অর্থ প্রদান সম্ভব হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল এই সেবার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নিচ্ছে না, ফলে এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। ব্যবহারকারীদের গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য একবার যুক্ত করলেই হবে। একবার সেটআপ হয়ে গেলে যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করে পেমেন্ট করা যাবে।
এই সেবায় ব্যবহৃত হয়েছে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি, যা গ্রাহকের কার্ডের প্রকৃত তথ্য গোপন রাখে। টোকেনাইজেশন পদ্ধতিতে মূল কার্ড নম্বরের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহার করা হয়, ফলে লেনদেনের সময় কার্ডধারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে।
বিশ্বমানের এই পেমেন্ট সেবা বাংলাদেশে চালু হওয়ায় ডিজিটাল লেনদেনে গতি আসবে এবং নগরভিত্তিক ব্যবহারের বাইরে গিয়েও ভবিষ্যতে এটি দেশের বৃহত্তর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।