রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের পাঁচ তরুণ শিক্ষার্থী। রাশিয়ার সোচিতে ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন। তার সঙ্গে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. নূর আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুর রহমান।
আইওসিই হলো বিশ্বমানের একটি অলিম্পিয়াড, যেখানে বিশ্বের সবচেয়ে মেধাবী হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করে। বাংলাদেশের প্রতিনিধিরা এ আয়োজনে বাস্তুবিদ্যা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেন। তারা বৈশ্বিক গবেষণা থেকে মূল্যবান জ্ঞান আহরণ করেন এবং বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে চিন্তাশীল আলোচনায় যুক্ত হন।
প্রকল্প উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এসময় তারা দেখিয়ে দেয় কিভাবে বাংলাদেশ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ। বিশ্বমঞ্চে তাদের এই অংশগ্রহণ দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।