কে বলেছে নির্যাতন কেবল নারীরাই সহ্য করেন? বাস্তবতা হলো, পুরুষরাও এর শিকার হন। কেউ নীরবে যন্ত্রণা সয়ে যান, আবার কেউ সাহস করে মুখ খোলেন। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারও একসময় শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন। যা শুনলে শিউরে উঠতে হয়। ছোটবেলায় নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন, যেন বাবা-মায়েরা আরও সতর্ক থাকতে পারেন।
অক্ষয় জানান, তার বয়স তখন মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাওয়ার পথে লিফটে উঠেছিলেন একা। সেখানে ছিলেন লিফটম্যান। কিন্তু যিনি রক্ষক হওয়ার কথা, তিনিই হয়ে ওঠেন ভক্ষক। আচমকা অক্ষয়কে ছুঁতে শুরু করেন সেই ব্যক্তি এবং এক পর্যায়ে অশ্লীলভাবে তার স্পর্শকাতর স্থানে হাত দেন। ছোট হলেও অক্ষয় বুঝতে পেরেছিলেন, যা ঘটছে তা ভুল। তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে বাবা-মাকে সব জানান।
অভিনেতার বাবা-মা তার অভিযোগকে গুরুত্ব দেন এবং পুলিশের কাছে অভিযোগ করেন। পরে ধরা পড়ে সেই ব্যক্তি। অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে তিনি মনে করিয়ে দেন, ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা আজও সমাজে নিত্যদিন ঘটে চলেছে। বর্তমানে ভারতে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে উত্তাল আন্দোলন চলছে। জনরোষ ক্রমশ বাড়ছে।