চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর দেশের সকল শিক্ষাবোর্ড একযোগে ফল প্রকাশ করবে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ফল প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। তারিখ চূড়ান্ত হলেই ফল প্রকাশ করা হবে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানায়, ১৫ মে মাদ্রাসা শিক্ষাবোর্ডের মাধ্যমে ১১টি শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও, শিক্ষা মন্ত্রণালয় আগেই ফল প্রকাশের নির্দেশ দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ অথবা ১১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী সব শিক্ষাবোর্ড প্রস্তুতি নিচ্ছে।
এবার ব্যতিক্রম হিসেবে ফল প্রকাশ উপলক্ষে কোনো সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ড ফলাফল সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে।
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাগুলো ছিল পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী, পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ের ভিত্তিতে।