কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে সহজ ও গতিময় করেছে, তবে এর ওপর অতিরিক্ত নির্ভরতা বিপজ্জনক হতে পারে—এমনই এক দৃষ্টান্ত উঠে এসেছে সম্প্রতি। চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। চিকিৎসকদের মতে, তিনি অতিরিক্ত সোডিয়াম ব্রোমাইড গ্রহণের কারণে বিষক্রিয়ায় আক্রান্ত হন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ACP Journal-এ প্রকাশিত হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা তদন্তে জানান, ৬০ বছর বয়সী ওই ব্যক্তি খাবারে অতিরিক্ত লবণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং বিকল্প খুঁজতে এআই-এর সহায়তা নেন। চ্যাটজিপিটি তাকে ক্লোরাইডের নিরাপদ বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পরামর্শ দেয়। এই পরামর্শের ক্ষতিকর দিক সম্পর্কে কোনো সতর্কবার্তা না পাওয়ায় তিনি তিন মাস ধরে নিয়মিত এই পদার্থ সেবন করতে থাকেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীর মধ্যে অদ্ভুত উপসর্গ দেখা দেয়—প্রচণ্ড তৃষ্ণা থাকা সত্ত্বেও পানি পান করতে অক্ষমতা এবং হ্যালুসিনেশন। প্রথমে চিকিৎসকরা মানসিক রোগের সম্ভাবনা ভেবে অ্যান্টি-সাইকোটিক ওষুধ ও ইনট্রাভেনাস ফ্লুইড দেন। কিছুটা সুস্থ হওয়ার পর রোগী পুরো ঘটনা জানান।
চিকিৎসকরা জানান, ব্রোমাইড অতীতে উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হতো, কিন্তু স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগে এটি ওষুধ হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে কেবল কিছু প্রাণীর ওষুধ ও শিল্পজাত পণ্যে এর সীমিত ব্যবহার হয়।
তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে ওই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।