চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে প্রাণ রক্ষা করতে পারেননি। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন দলের কমিটির সেক্রেটারি হাও পেং জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ২২টি অগ্নিনির্বাপক গাড়ি ও ৮৫ জন দমকলকর্মী কাজ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতেও নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অনুরূপ দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ একটি।