বিশ্বের জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই অবশেষে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য লসলেস অডিও চালু করেছে। বুধবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। প্রায় চার বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার হাইফাই পরিকল্পনার কথা জানিয়েছিল তারা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যবহারকারীরা সেই সুবিধা পাচ্ছেন। খবর: দ্য হলিউড রিপোর্টার।
স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গুস্তাভ জাইলেনহামার বলেন, “অপেক্ষার সময় শেষ, আমরা খুবই উত্তেজিত যে লসলেস সাউন্ড প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আসছে। ব্যবহারকারীদের সুবিধা, মান এবং স্পষ্টতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই আমরা এই ফিচারটি তৈরি করেছি। এখন তারা আরও উন্নত শ্রবণ অভিজ্ঞতা পাবেন।”
প্রথম ধাপে এই ফিচার চালু হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চেকিয়া, ডেনমার্ক, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। অক্টোবরের মধ্যে প্রায় ৫০টি দেশে এটি রোলআউট করার পরিকল্পনা রয়েছে।
স্পটিফাই জানিয়েছে, ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন এবং প্রোফাইল → সেটিংস → মিডিয়া কোয়ালিটি থেকে লসলেস চালু করতে পারবেন। ওয়াই-ফাই সংযোগে ব্যবহার এবং তারযুক্ত হেডফোন বা নন-ব্লুটুথ স্পিকার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ব্লুটুথে পর্যাপ্ত ব্যান্ডউইডথ পাওয়া সম্ভব নয়।
এই উদ্যোগ এসেছে অনেকটা দেরিতে—অ্যাপল মিউজিক ২০২১ সালেই বিনামূল্যে লসলেস অডিও চালু করেছিল, আর অল্প সময়ের মধ্যে অ্যামাজন মিউজিকও সেই পথ অনুসরণ করে। তবে স্পটিফাই নিশ্চিত করেছে, প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই উচ্চমানের অডিও উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, লসলেস অডিও হলো এমন এক ধরনের ডিজিটাল সাউন্ড যেখানে মূল অডিও ফাইলের সব ডেটা সংরক্ষিত থাকে। কোনো অংশ বাদ যায় না, ফলে রেকর্ডিংকে ছোট করার সময়ও শব্দের কোনো বিস্তারিত তথ্য হারিয়ে যায় না। তাই এটি মূল রেকর্ডিংয়ের মতোই উচ্চমানের শ্রবণ অভিজ্ঞতা দেয়।