পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে আশ্চর্যজনকভাবে ১৪ হাজার টাকায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে এ বিশাল আকারের ইলিশটি নিলামে বিক্রি হয়। খবর পেয়ে বন্দরে মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
জেলে শহিদ মাঝি জানান, সমুদ্রে মাছ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে এ বড় ইলিশটি। ওজন দাঁড়ায় ২ কেজি ৫০০ গ্রাম। পরে নিলামে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় এটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।
ফয়সাল ফিসের মালিক মো. মেহেদী ফয়সাল বলেন, বড় আকারের ইলিশ সচরাচর মেলে না। এজন্য নিলামে মাছটির দাম বেড়ে যায়। এ ধরনের মাছ জেলেদের জন্যও বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়ায়।
ক্রেতা ইশতিয়াক জানান, তিনি মাছটি কিনেছেন লাভের আশায়। ঢাকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে তাঁর। বঙ্গোপসাগরে এ ধরনের বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। তাই সাইজের কারণে মাছটির দাম এত বেশি হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ পাওয়া জেলেদের জন্য আনন্দের খবর। উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্রে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। এটি ইলিশের প্রজনন মৌসুমে ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল বলেও উল্লেখ করেন তিনি।