আবিদুর চৌধুরী বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তার ব্যক্তিগত তথ্য তুলনামূলকভাবে সীমিত হলেও, লিংকডইন প্রোফাইল ঘেঁটে জানা যায় যে তিনি ক্যালিফোর্নিয়ায় যাওয়ার আগে লন্ডনে কিছুদিন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ২০১৯ সালের জানুয়ারিতে তিনি অ্যাপলে যোগ দেন এবং টানা সাত বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন।
সম্প্রতি অ্যাপল উন্মোচন করেছে আইফোন এয়ার, যা এখন পর্যন্ত সবচেয়ে স্লিম বা পাতলা আইফোন হিসেবে পরিচিতি পেয়েছে। এর বিশেষভাবে নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্মে ক্যামেরা, চিপসেট এবং সিস্টেম মডিউলগুলো এমনভাবে সমন্বিত করা হয়েছে, যাতে উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানো সম্ভব হয়। এছাড়া, এতে যুক্ত এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার বড় মডেলগুলোর মতোই শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করে।
আইফোন এয়ার ছাড়াও অ্যাপল নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে এনেছে। এই সিরিজের ফোনগুলোতে রয়েছে আরও উন্নত ক্যামেরা, নতুন অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে। খুব শিগগিরই এসব মডেলের প্রি-অর্ডার শুরু হবে বলে আশা করা হচ্ছে।