ফোনের চার্জার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি সরঞ্জাম। যেমন খাবার খেয়ে আমরা সুস্থ থাকি ও শক্তি পাই, তেমনি ইলেকট্রনিক ডিভাইসগুলোকেও সচল রাখতে চার্জারের প্রয়োজন হয়। চার্জার ছাড়া কোনো স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার কার্যত অকেজো। তবে অনেকের মনে প্রশ্ন জাগে— কেন চার্জারের রং প্রায় সবসময় সাদা বা কালো হয়? এর পেছনে বৈজ্ঞানিক ও অর্থনৈতিক দুটি কারণ রয়েছে।
প্রথমত, প্রতিটি রঙের আলাদা তাপ পরিবাহী ক্ষমতা থাকে। কালো রং তুলনামূলকভাবে বেশি তাপ শোষণ করতে সক্ষম। যেহেতু চার্জারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তা সহজেই গরম হয়ে উঠতে পারে, তাই কালো রংয়ের চার্জার অপেক্ষাকৃত নিরাপদ, কারণ এতে অতিরিক্ত উত্তাপ শোষণের ঝুঁকি কম থাকে। অন্যদিকে, সাদা রং কালোর তুলনায় কম তাপ শোষণ করে, ফলে চার্জার সহজে অতিরিক্ত উত্তপ্ত হয় না। এ কারণেই অনেক কোম্পানি এখন সাদা চার্জার বাজারে নিয়ে এসেছে।
দ্বিতীয়ত, খরচের বিষয়টি গুরুত্বপূর্ণ। কালো রঙের চার্জার তৈরি করতে কাঁচামালের খরচ তুলনামূলক কম হয়। তাই কোম্পানিগুলোর কাছে এটি সাশ্রয়ী সমাধান। তবে আধুনিক গ্যাজেট নির্মাতারা, যেমন রেডমি, রিয়েলমি, ভিভো, অপো, ওয়ানপ্লাস ও বিশেষ করে অ্যাপল—সাদা চার্জারকে জনপ্রিয় করেছে। বিশেষ করে অ্যাপল বরাবরই সাদা চার্জার ব্যবহার করে এবং প্রযুক্তি জগতে নিজেদের আলাদা পরিচয় ধরে রেখেছে।