হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো ডি’ক্যাপ্রিও আবারও আসছেন বড় পর্দায় নতুন চমক নিয়ে। আলোচিত তার নতুন সিনেমা ‘One Battle After Another’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর। বাংলাদেশের দর্শকদের জন্যও রয়েছে সুখবর—একই দিনে ছবিটি মুক্তি পাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতে।
মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবির পরিচালক পল টমাস অ্যান্ডারসন। জানা গেছে, প্রায় ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন। এটি নির্মিত হয়েছে টমাস পিঞ্চনের ১৯৯০ সালের উপন্যাস Vineland থেকে অনুপ্রাণিত হয়ে। লিওনার্দো ছাড়াও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ।
এক সাক্ষাৎকারে লিওনার্দো ছবিটিকে বলেছেন “সমাজের আয়না”। তার ভাষ্যে, “আমাদের সংস্কৃতির বিভাজন ও মেরুকরণকে তুলে ধরে এই সিনেমা। যদিও নির্দিষ্ট কোনো রাজনৈতিক বার্তা নেই, তবু চরমপন্থার প্রভাব এখানে কাজ করেছে।” সমালোচকদের মতে, ছবিটিতে রয়েছে রাজনৈতিক ব্যঙ্গ, কমেডি ও অ্যাকশনের অনন্য মিশ্রণ।
গল্পে দেখা যাবে—একদল সাবেক বিপ্লবী ১৬ বছর পর আবার একত্রিত হয় একটি মেয়েকে উদ্ধারের জন্য। এই ছবির প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য লিওনার্দো নিয়েছেন ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক। প্রাথমিকভাবে এর নাম ছিল ‘The Battle of Bactan Cross’, পরে পরিবর্তন করে রাখা হয় ‘One Battle After Another’। ছবির শুটিং শুরু হয় ২০২৩ সালের জুনে এবং মূলত ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে চলতে থাকে।
ওয়ার্নার ব্রাদার্স গত ২০ মার্চ ছবির টিজার প্রকাশ করে, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এ ছবিকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে। লিওনার্দোর মতে, “অ্যান্ডারসন সবসময় দারুণ ছবি বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন।” সব মিলিয়ে, ছবিটি লিওনার্দো এবং অ্যান্ডারসন দুজনের ক্যারিয়ারেই নতুন সাফল্যের মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।