সম্প্রতি বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে, যা দক্ষিণাঞ্চলের বড় মাছের মোকাম কুয়াকাটা, আলীপুর এবং মহিপুরে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। গত কয়েকদিনে হাজার মণ ইলিশ বিক্রয় হওয়ায় জেলে, ট্রলার মালিক ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে উপকূলের জেলে পাড়াগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, সাগর থেকে ভেসে আসা ইলিশভর্তি ট্রলারগুলো ঘাটে ভিড়ছে, সেখান থেকে মাছ নামিয়ে আড়তদারদের মাধ্যমে পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ মাছের আকার অনুযায়ী বাছাই করছেন, কেউবা ঝুড়ি টেনে ট্রাকে তুলে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। প্রতিদিন গড়ে ৪৫-৫০ টন ইলিশ দেশের বিভিন্ন মোকামে যাচ্ছে। তবে বড় সাইজের ইলিশ তুলনামূলকভাবে কম পাওয়া যাচ্ছে। ছোট ইলিশের প্রতি মণ ৩০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে সাগরে প্রচুর ইলিশ রয়েছে। জাল ফেললেই ইলিশ ধরা পড়ছে, যদিও বড় সাইজের ইলিশ তুলনায় কম। পূর্ণিমার জোবার কারণে জেলেরা কিছুটা বিরত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় মাছ ধরতে সাগরে যাবেন বলে জানান তারা। মঙ্গলবার সন্ধ্যায় ২০-২৫টি ট্রলার ঘাটে ফিরে আসে, যাদের মধ্যে এফবি তামান্না ট্রলার প্রায় ১০ মণ মাছ পেয়ে ৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে। এফবি আব্দুল্লাহ ট্রলার ৯ লাখ ৭৫ হাজার টাকার, আর এফবি মায়ের দোয়া ট্রলার ১৩ লাখ ৫১ হাজার টাকার মাছ বিক্রি করেছে।
জেলে হাসান জানান, সাগরে ঢেউয়ের তোড়ে জাল ছিঁড়ে যাওয়ার ঝুঁকিতে তারা আপাতত ফিরে এসেছেন। তবে মাছ পেয়ে সবাই খুশি। মৎস্য ব্যবসায়ী আ. জলিল বলেন, এখন প্রতিদিন ২০-২৫ টন ইলিশ আলীপুর বন্দরে উঠছে, যার ফলে দাম কিছুটা কমেছে। বিভিন্ন সাইজের ইলিশের মূল্য ২৫ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে রয়েছে।
এফবি জামাল ট্রলারের মাঝি জানান, তারা ৮০ মণের বেশি ইলিশ পেয়েছেন, যার দাম প্রায় ২৪-২৫ লাখ টাকা হতে পারে। অন্যদিকে এফবি তামান্না ট্রলারের মাঝি ইউনুচ মিয়া জানান, তিনি ৬৫০ পিস বড় ইলিশ পেয়ে ৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। তার মতে, ছোট ফাঁসের ট্রলিং জাল বন্ধ হলে আরও বেশি ইলিশ ধরা পড়বে।
আলীপুর আড়ত ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ও কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইলিশের এই সরবরাহ জেলেদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পুরো উপকূল অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। যদি বৃষ্টি হয় এবং ছোট ইলিশ নিধন কমানো যায়, তবে ভবিষ্যতে বড় ইলিশের পরিমাণও বাড়বে।