সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ডে অংশ নিয়ে নিজের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ১১ বছর আগের লাভ আজকাল সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে তিনি স্মৃতিচারণ করেছেন দীর্ঘ ২৬ বছরের বন্ধুর পথচলার। ভক্তদের উদ্দেশে তিনি জানালেন, এই যাত্রায় প্রতিটি ভুল ও ব্যর্থতা তাকে শিখিয়েছে নতুন কিছু।
বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তায় শাকিব খান লেখেন— “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন—প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।”
ঢাকাই সিনেমায় প্রায় দুই দশক ধরে শীর্ষে থাকা এই নায়কের পথচলা সহজ ছিল না। কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।”
করোনার পর নতুন রূপে দর্শকদের সামনে হাজির হন শাকিব খান। চলচ্চিত্র বিশ্লেষক ও সাধারণ দর্শক অনেকে তাকে এখন ডাকছেন ‘শাকিব খান ২.০’ নামে। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমা দিয়ে তিনি একসাথে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স দর্শকের কাছে ব্যাপক সাড়া পান। এর পর তুফান ছবির মাধ্যমে শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলা সিনেমাকে নতুন দিগন্তে পৌঁছে দেন তিনি।
নিজের দীর্ঘ যাত্রাকে নির্ভুল না বললেও প্রতিটি পদক্ষেপকে ‘মূল্যবান’ মনে করেন শাকিব। তার ভাষায়— “এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”
ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই শুরু হচ্ছে তার নতুন সিনেমা সোলজার-এর শুটিং, যা ঈদ মৌসুমের বাইরেই মুক্তি পাবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে শুরু করবেন প্রিন্স ছবির কাজ।