এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম সময়ে হজের কার্যক্রম শুরু করায় বাংলাদেশের প্রশংসা করেছে সৌদি সরকার।
রোববার ১৯ জানুয়ারি মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।
জানা গেছে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ-২০২৫ মোতাবেক ১৪৪৬ হিজরি মৌসুমে বিভিন্ন চুক্তি যেমন মোয়াল্লেম বা সার্ভিস কোম্পানির নির্ধার , ক্যাটারিং, জেদ্দা মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফা ময়দানে হজ যাত্রীদের জন্য তাবু নির্ধারণ, পরিবহন ব্যবস্থা , আবাসন, স্বাস্থ্য সেবা ছাড়াও হাজি সেবা সংশ্লিষ্ট সকল চুক্তি আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।
কোন হজ অফিস কিংবা হজ এজেন্সি (মোনাজ্জেম) নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিসমূহ সম্পন্ন করতে না পারলে তার দায়-দায়িত্ব সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নিবে না এবং কার্যক্রম সম্পাদনের সময়ও বৃদ্ধি করা হবে না মর্মে বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১শ জনসহ বাংলাদেশের বেসরকারি ব্যবস্থাপনার ৭০টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোট ৮৭ হাজার ১শ জন হজযাত্রী পবিত্র হজ্জ পালন করবেন বলে জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা রয়েছে। গত বছরের ন্যায় এবছরও রুট টু মক্কা ইনিশিয়েটিভ এর আওতায় আশকোনা হজ ক্যাম্পে বাংলাদেশের হজ যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করবেন বলে জানা গেছে।
মতবিনিময় সভায় ধর্ম মন্ত্রণালয়ের হজ অনু বিভাগের অতিরক্ত সচিব মতিউল ইসলাম, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কন্সাল হজ আসলাম উদ্দিন ,ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।