গত ২৭শে এপ্রিল, ২০২৫ ভির্জিনিয়ায় এক মনোরম ঘরোয়া পরিবেশে নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়ের একক সংগীত সন্ধ্যা। ভার্জিনিয়ার শামীম সেলিমুদ্দিনের আয়োজনে, হিরণ চৌধুরীর ব্যাবস্থাপনায় এবং এন্থনি পিউস গোমেজের সঞ্চালনায় তিন কবির (রবীন্দ্রনাথ, রজনীকান্ত, ডিএল রায়) গানে গানে ভরে উঠেছিল সারাটি সন্ধ্যা, সুরের মূর্ছনায় আবিষ্ট হয়ে গিয়েছিল সকল শ্রোতাদর্শক। তিন ঘন্টারও অধিক সময় একটানা গানের সুর লহরীতে সবাইকে মোহাবিষ্ট করে এক অনন্য সংগীত সন্ধ্যা উপহার দিয়েছিলেন শিল্পী অণিমা রায়, সবার অন্তরে বহুদিন গেঁথে থাকবে অসাধারণ এই সংগীত সন্ধ্যার স্মৃতি! যারা অণিমা রায়ের সাথে সঙ্গত করেছিলেন, তারা হলেন- তবলায় দেবু নায়েক, কিবোর্ডে হিরণ চৌধরী, একর্ডিয়ানে আবু রুমি, গিটারে জিবরান, মন্দিরায় রাজদ্বীপ ভাধুরী এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন জামিল খান। সংগীত পর্বে গানের সাথে আবৃত্তিতে ছিলেন অণিমা রায়ের স্বামী, সুরকার, সংগীত পরিচালক, কথা সাহিত্যিক তানভীর তারেক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধ্রুপদের পক্ষ থেকে একটি সম্মননা পত্র শিল্পী অণিমা রায়ের হাতে তুলে দেন ধ্ৰুপদের কর্ণধার হিরণ চৌধুরী। ওয়াশিংটন মেট্রো এলাকার সংগীতপ্রেমীদের উপস্থিতিতে আয়োজনটি ছিল চমৎকার এবং শিল্পী অণিমা রায়ের সংগীত সন্ধ্যাটি সবার হৃদয় জয় করে নিয়েছিল।