২০২৫ সালের মার্চ মাসে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিশ্বব্যাপী বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই মাসে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে ২৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, এই প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে চীন ও ইউরোপের বাজারে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ও বাজার সম্প্রসারণ। এই অঞ্চলে সরকারিভাবে পরিবেশবান্ধব যানবাহনের ওপর জোর দেওয়া, প্রযুক্তিগত অগ্রগতি ও চার্জিং অবকাঠামোর উন্নয়নের ফলে বিক্রির এমন ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে।
অন্যদিকে, উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির বিক্রি প্রত্যাশিত হারে বাড়েনি। গবেষকরা এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে নির্গমন নীতিমালা ও আমদানিশুল্কের ক্ষেত্রে অনিশ্চয়তা উল্লেখ করেছেন। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত অনিশ্চয়তা ইভি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বজুড়ে পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধি পেলেও, নীতিগত সমন্বয় ও স্থিতিশীলতার অভাবে কিছু অঞ্চলে এর অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।