বারবার পানি পিপাসা পাওয়া অনেকের কাছেই স্বাভাবিক মনে হলেও চিকিৎসাশাস্ত্রে এটি মোটেও স্বাভাবিক নয়। নারী কিংবা পুরুষ—যে কারও মধ্যেই এ প্রবণতা দেখা দিতে পারে। এর ফলে মূত্রত্যাগের পরিমাণও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তৃষ্ণা বা পলিডিপসিয়া বিভিন্ন জটিল রোগের ইঙ্গিত বহন করতে পারে।
ব্রিটিশ স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট Medical News Today-এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি বারবার পানি পান করার পরও মুখ শুষ্ক থাকে এবং তৃষ্ণা না মেটে, তবে এর পেছনে থাকতে পারে একাধিক রোগ। সাধারণত ডায়াবেটিস মেলিটাস (রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া) কিংবা ডায়াবেটিস ইনসিপিডাস (কিডনির পানি সংরক্ষণে সমস্যা) থেকে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া কিডনির জটিলতা, মানসিক অসুস্থতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যাও এর কারণ হতে পারে।
উপসর্গ
পলিডিপসিয়ায় আক্রান্ত রোগীরা সবসময় তৃষ্ণার্ত অনুভব করেন। মুখ ও চোখ শুষ্ক হয়ে যায়, শরীরে দেখা দেয় ডিহাইড্রেশনের লক্ষণ। অনেক সময় ওজন কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় এবং মনোযোগে সমস্যা দেখা দেয়। নিম্ন রক্তচাপ, মাথাব্যথা ও দ্রুত হৃদস্পন্দনও এর সাধারণ লক্ষণ।
এ রোগে শরীরের পানির ভারসাম্য নষ্ট হয়, কারণ মস্তিষ্ক পর্যাপ্ত অ্যান্টি-ডিউরেটিক হরমোন (ADH) উৎপাদন করতে ব্যর্থ হয়। ফলে রোগীরা প্রচুর পানি পান করেও তৃষ্ণা মেটাতে পারেন না। যেমন—অনেক রোগী প্রতিদিন ৬ লিটার পানি পান করার পরও তৃষ্ণার্ত থাকেন এবং দৈনিক প্রায় ২.৫ লিটার প্রস্রাব হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি, যাতে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা যায়।