বর্তমানে কেনাকাটা, অনলাইনে অর্ডার, রেস্টুরেন্টে বিল পরিশোধ, হোটেল কিংবা টিকিট বুকিং—সব ক্ষেত্রেই আমরা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করি। এতে যেমন সুবিধা রয়েছে, তেমনি প্রতারণার ঝুঁকিও কম নয়। প্রতারকরা নানা কৌশলে কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিতে পারে। তবে সচেতন থাকলে সহজেই এই ঝুঁকি এড়ানো সম্ভব।
প্রথমত, আপনার কার্ডের পিন, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এগুলো চাইবে না—ফোন বা মেসেজে চাইলে বুঝতে হবে এটি প্রতারণার চেষ্টা।
অনলাইনে ব্যাংকিং করার সময় আপনার মোবাইল ও কম্পিউটার অবশ্যই ভাইরাসমুক্ত রাখতে হবে। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে নিয়মিত স্ক্যান করুন, নইলে প্রতারকরা সহজেই তথ্য চুরি করতে পারে। পাশাপাশি যেখানে সম্ভব, ফিঙ্গারপ্রিন্ট সাইন-ইন ব্যবহার করুন—এটি নিরাপত্তা আরও বাড়ায়।
পিন সেট করার সময় খেয়াল রাখুন যেন সহজ কোনো সংখ্যা যেমন ১-২-৩-৪ বা জন্মতারিখ ব্যবহার না হয়। এমন পিন তৈরি করুন যা অনুমান করা কঠিন। আর কার্ড হারিয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করে কার্ড লক করুন বা নতুন কার্ড সংগ্রহ করুন।
এছাড়া অপরিচিত লিংক বা সন্দেহজনক অ্যাপে কখনোই ক্লিক করবেন না। ডাউনলোড বা লেনদেনের আগে নিশ্চিত হোন এটি নিরাপদ কিনা।
সবচেয়ে জরুরি হলো নিয়মিত লেনদেনে সতর্ক থাকা। এর জন্য—
কার্ড দিয়ে লেনদেনের পর নোটিফিকেশন চালু রাখুন
ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখুন
লেনদেনের সীমা নির্ধারণ করুন
অটো-পেমেন্ট চালু থাকলে খেয়াল রাখুন
একই কার্ড অনেক অ্যাপে ব্যবহার করা থেকে বিরত থাকুন
অল্প কিছু সচেতনতা আপনাকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। তাই প্রতিদিনের কার্ড ব্যবহারে নিরাপত্তাকে প্রাধান্য দিন এবং প্রতারণার হাত থেকে সুরক্ষিত থাকুন।