কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কোম্পানি ‘স্কেল এআই’-এর ওপর একের পর এক চাপ তৈরি হচ্ছে, বিশেষ করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার সাম্প্রতিক বিনিয়োগের পর। মেটা প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ মালিকানা অর্জনের পর গুগল তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাতিলের পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স।
গুগল স্কেল এআই-এর সবচেয়ে বড় ক্লায়েন্ট ছিল এবং তাদের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’র জন্য ২০০ মিলিয়ন ডলারের একটি প্রশিক্ষণ ও রিভিউ চুক্তির পরিকল্পনা করছিল। তবে মেটার বিনিয়োগের পর গুগল ওই সম্পর্ক ছিন্ন করতে উদ্যোগী হয় এবং ইতিমধ্যেই স্কেল এআই-এর প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই শুরু করেছে।
স্বার্থের দ্বন্দ্বই মূলত এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সূত্র। কারণ, স্কেল এআই-এর সঙ্গে কাজ করলে গুগলের মতো কোম্পানির প্রোটোটাইপ, ডেটা ও ভবিষ্যৎ পরিকল্পনার মতো সংবেদনশীল তথ্য মেটার হাতে চলে যেতে পারে—এই আশঙ্কা থেকেই এই দূরত্ব তৈরি হয়েছে।
গুগলের পাশাপাশি মাইক্রোসফ্ট ও ইলন মাস্কের প্রতিষ্ঠান xAI-ও স্কেল এআই থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে। ওপেনএআই যদিও এখনো চুক্তি চালু রাখার কথা জানিয়েছে, তবে তারাও ভবিষ্যতে মানব-পরীক্ষিত তথ্যের বিকল্প উৎস খুঁজে নেওয়ার দিকে মনোযোগী হতে চায়।
তবে এই নেতিবাচক দিকগুলোর মাঝেও স্কেল এআই-এর বাজার মূল্য দ্বিগুণ হয়ে ১৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৯ বিলিয়নে পৌঁছেছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৮৭০ মিলিয়ন ডলার রাজস্ব অর্জন করে, যার মধ্যে গুগল একাই ১৫০ মিলিয়নের অবদান রাখে—যা প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্কেল এআই শুধুমাত্র এআই মডেল প্রশিক্ষণের কাজই করে না, বরং স্বচালিত গাড়ির জন্যও ডেটা এবং প্রশিক্ষণ সরবরাহ করে। কিন্তু প্রযুক্তি জায়ান্টদের এমন মুখ ফিরিয়ে নেওয়া তাদের ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো আরও স্বাধীন ও সুরক্ষিত প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে।