ছেলে আয়াশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি জানান, অনেক সময় ভিত্তিহীন মন্তব্য ও বানোয়াট তথ্যে তারকাদের মানসিক চাপে পড়তে হয়।
অপূর্ব বলেন, তার ক্যারিয়ারে বহুবার ভিন্নভাবে তথ্য ছড়িয়ে পড়তে দেখেছেন। একাধিকবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও তা বাস্তবে হয়নি। তবে সন্তানের ব্যাপারে তিনি আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন এবং পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর কারণে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছিল। কিন্তু তখন দেখা যায়, তাদের বয়স খুবই কম। অনেকে সঠিকভাবে কথাও বলতে পারছিল না। তাদের প্রতি মায়া থেকে ক্ষমা করে দেওয়া হয়। অপূর্বের মতে, এক দিক থেকে এটি অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ হলেও অন্যদিকে তা তারকাদের জন্য বিব্রতকর ও মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
অপূর্ব বলেন, “ভালোবাসা ও সম্মান পেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু সেই ভালোবাসা ঘৃণায় রূপান্তর হতে সময় লাগে মাত্র এক-দুই সেকেন্ড। তাই বলবো, দয়া করে ভুল বুঝবেন না।”
ভুল তথ্য ছড়ানো নিয়ে তিনি আরও বলেন, “যারা গুজব বা বানোয়াট তথ্য ছড়ান, তাদের কিছু বলা বা জ্ঞান দেওয়া অর্থহীন। কারণ এটি আসলে একটি অভ্যাস। হয়তো তাদেরও কিছু কারণ আছে। তবে আমি শুধু এটুকুই বলবো—সত্যিই সত্যি থাকবে।”